স্টাফ রিপোর্টার : প্রবীণ সাংবাদিক এবিএম মূসা রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গুরুতর অসুস্থ হলে সোমবার মধ্যরাতে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে তার চিকিৎসক ড. বরেন চক্রবর্তী লাইফ সাপোর্টের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত আড়াইটার দিকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।কোনোভাবেই তার শরীরে রক্ত থাকছে না। বারবার রক্ত দিলেই তার রক্ত কণিকা ভেঙ্গে যাচ্ছে। এ রোগের নাম মাইলো ডিসপ্লাস্টিক সিনড্রম- যা ব্লাড ক্যান্সারের মতোই।
হার্ট এবং কিডনিতেও তার সমস্যা রয়েছে বলে জানান এবিএম মূসাকে তত্ত্বাবধানে রাখা এ চিকিৎসক।

(ওএস/এইচআর/এপ্রিল ০৮, ২০১৪)