দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে আগামী ২৮ মে ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় আওয়ামীলীগের ছয় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দলীয় পদ থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুল্লাগড়া ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সাইদুর রহমান পাঠান তুতু, দুর্গাপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আ.লীগের ওয়ার্ড কমিটির সদস্য মিঃ জিতু রেমা, চন্ডিগড় ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আ.লীগ সদস্য মোঃ চাঁন মিয়া ফকির, বিরিশিরি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আ.লীগের ওয়ার্ড কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান ফকির, কাকৈরগড়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আঃ লীগের উপজেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ মামুনুর রহমান বেগ, গাঁওকান্দিয়া ইউনিয়ন বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন কমিটির সদস্য মোঃ আব্দুল মতিন মোতালেব।

(এনএস/এএস/মে ১৯, ২০১৬)