ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক বলেছেন, দেশের ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপি এখন বিদেশিদের নিয়ে ষড়যন্ত্র করছে। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু মোসাদকে নিয়ে এখন তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি’র জন্মই হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে। এখন তারা দেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করা ষড়যন্ত্র করছে। তবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে’।

আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থল শুল্ক বন্দরে বিপণি কেন্দ্র উদ্বোধন উপলক্ষে কাস্টমস এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে মন্ত্রী আখাউড়া পৌরসভার ’নূর আমতুল্লা রিণা হক পৌর পাঠাগার’ এর উদ্বোধন করেন। পাঠাগারটি মন্ত্রীর প্রয়াত স্ত্রীর নামে নামকরণ করা হয়েছে।

সমাবেশে মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন পাকিস্থানের চেয়ে অনেক এগিয়ে গেছে। যে কারণে বিএনপি’র এটা সহ্য হয় না। সকল ষড়যন্ত্রকে হারিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিপণি কেন্দ্র উদ্বোধন শেষে নারায়ণগঞ্জের প্রধান শিক্ষক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্যামল ভক্তের লাঞ্চনাসহ সকল অন্যায়ের বিচার হবে।

বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে সব অন্যায়েই বিচার হবে। রাতারাতি বিচার সম্ভব নয়। আগে এ ঘটনায় মামলা হতে হবে, তারপর তদন্ত হবে এরপর বিচার হবে। শুধু শিক্ষক লাঞ্চনাই নয়, সকল অন্যায়ের বিচার হবে বলে জানান। গ্যালাক্সি গ্রুপের চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম এম.পি, এনবিআর সদস্য এফ. এম শাহরিয়ার মোল্লা, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনার মো. আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি মো. আজিজুল হক, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, স্থলবন্দরের ব্যবসায়ি মো. মনির হোসেন বাবুল।

বালাজিও লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা এম ফরিদ আহম্মেদ জানান, এ বিপণি কেন্দ্রে কসমেটিকস, ইলেকট্রনিক্স, কনফেকশনারি, ট্রয়লেট্রিজ, চকোলেট, তামাক পণ্য ইত্যাদি বিক্রয় হবে। তবে প্রথম দিনে শুধু মাত্র বিভিন্ন আইটেমের সিগারেট বিক্রি দিয়ে এর যাত্রা শুরু হয়েছে। তিনি আরো জানান, এ বন্দর দিয়ে যাতায়াতকারী পাসপোর্টধারি যাত্রীরা মোট সর্বোচ্চ ৪০০ ডলার পর্যন্ত দামের পণ্য ক্রয় করতে পারবেন।

(এএ/এএস/মে ১৯, ২০১৬)