ভয় নেই

সমুদ্রের উপর ভাসমান জাহাজের
রেলিং ধরে নীল জ্বলের কাছে
দুহাত বাড়িয়ে কামনার নিঃশ্বাস
নিতেই,

উপকূলের দিকে নৌবন্দরে আছড়ে
পড়ছে দমকা হাওয়ায় ক্ষত-বিক্ষত সুখ।
অপেক্ষাকৃত ক্ষুদ্রতর সুখ!

গ্রীষ্মের দাবদাহে এখন আশ্রিত
এথনিক সম্প্রদায়ের প্রেম মিশ্রিত
ঘরে।

মেঘেরা কালো চাদর মুড়িয়ে
শ্রাবণ খেলায় মত্ত্ব,
ফোটায় ফোটায় স্নিগ্ধতা

মৃত্তিকাকে জৈবিক উপাদানের
সম্ভার করে তুলেছে,
সোনা ব্যাংঙের গানের সুরে

অভিশাপ প্রণয় জ্বলে স্নান করবে-
চিরন্তন নাগরিক এইতো সময়!
দমকা ঝড়ো হাওয়ার মতো ছুঁয়ে

যাও কোন শিল্পীর প্রাণ,
ভয় পেও না পরিমাণবিহিন
পরিণতির তাঁর করুণা অফুরান।