গোপালগঞ্জ প্রতিনিধি : জেলা শহরে বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গোপালগঞ্জ পৌরসভার ওয়ার্ড  কাউন্সিলর এম,মাহাবুব আলী সোহেলও লতিফপুর ইউনিয়নের মেম্বার মতিয়ার রহমানসহ অন্ততঃ ১০ জন আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে শহরের মধুমতি সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘ কয়েক বছর ধরে এ ওয়ার্ড কমিশনার ও ইউপি মেম্বারের মধ্যে বিরোধ চলে আসছিল।

গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্যা জানিয়েছেন, বিরোধপূর্ণ একটি জায়গার দখলকে কেন্দ্র করে সোহেল কমিশনার ও মতি মেম্বারের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে সোহেল কমিশনার ফোনে মতি মেম্বারকে দেখে নেবার হুমকি দেয় এবং এলাকায় থাকার জন্য বলে। এর কিছুক্ষন পর সোহেল লোকজন নিয়ে মতি মেম্বারের উপর হামলা করতে আসলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় পৌর কমিশনার মাহাবুব আলি সোহেল ও ইউপি মেম্বার মতিয়ার রহমানসহ ১০ জন আহত হয়।

আহত কমিশনার মাহবুব আলী সোহেল (৩৮), শাহীন (২৪) ও তোরাব আলীকে (২৫)ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইউপি মেম্বার মতিয়ার রহমান মতিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(এমএইচএম/জেএ/জুন ০৬, ২০১৪)