পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি :বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক প্রাণবৈচিত্র দিবস পলিত হয়েছে। টেকসই জীবন ও জীবিকার জন্য প্রানবৈচিত্রের মূলধারাকরণ ইউএসএইড বাঘ সংরক্ষণ প্রকল্পের বাস্তবায়নে রবিবার (২২ মে) সকাল ১০টায় এনজিও সংকল্প ট্রষ্টের সভা কক্ষে সাংবাদিকদের নিয়ে দিবসটি পালন করেন। এসময় টাইগার টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

দিবসটিতে সুন্দরবনের বাঘ সংরক্ষণে সাংবাদিকদের করনীয় সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সোলায়মান হাওলাদার।

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউএসএইড-এর বাঘ সংরক্ষন প্রকল্পের প্রোগ্রাম অফিসার বিভাস তালুকদার, ফিল্ড এসিস্টান্ড লাবন্য হালদার, সাংবাদিক ফারুক চৌধুরী, খলিলুর রহমান, আমিন সোহেল, গোলাম মোস্তফা চৌধুরী, ইমাম হোসেন, শফিকুল ইসলাম খোকন।

উপস্থিত অংশগ্রহনকারিগন প্রাণ বৈচিত্র রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে অঙ্গিকার করেন। পাথরঘাটা সুন্দরবন সন্নিহিত একটি উপজেলা। উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠি সুন্দরবনের সম্পদ আহরণ করে জীবিকায়ন করে থাকে।

বক্তারা বলেন, বিশ্ব ঐতিজ্য সুন্দরবন শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীর সম্পদ। সুন্দরবনকে রক্ষা করতে হলে শিকারি কতৃর্ক বন্য প্রানী শিকার বন্ধ করতে হবে এজন্য বনজীবিদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বাঘ রক্ষা হলে সুন্দর বন বাচঁবে। জীবিকার জন্য যারা বাঘ হত্যা করে তাদের সাথে বসতে হবে ।









(এমএসআইকে/এস/মে২৩,২০১৬)