ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :বর্বরোচিতভাবে নারায়নগঞ্জের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার প্রতিবাদে রবিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে রেলগেট এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধন ও পথসভা পরিচালনা করেন শিক্ষক মোস্তাফিজুর রহমান রবি। এসময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আয়নুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও সম্পাদক ফজলুর রহমান ফান্টু, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, পাকশী কলেজের অধ্যক্ষ ইমরুল কায়েস পারভেজ , মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুর রহমান, অধ্যক্ষ আসলাম হোসেন, প্রভাষক খায়রুল কবীর লিটন, প্রভাষক ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, শামসুল ইসলাম, সহকারী অধ্যাপক রাজিবুল আলম ইভান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, সাংবাদিক মাহাবুবল হক দুদু, তৌহিদ আক্তার পান্না প্রমূখ। সভায় বক্তারা বলেন, শিক।সককে যেভাবে অপমান করা হয়েছে তা জাতির জন্য লজ্জার। অবিলম্বে দোষী সংসদ সদস্য সেলিম ওসমানের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

(এসকেকে/এস/মে২৩,২০১৬)