রহমান জীবন
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

জীবনে যাঁর সুখ হয়নি
কভু এতটুকু
সেই ছেলেটা দুখু।

জন্ম থেকে দুখুর জীবন
যুদ্ধ করে কাটে,
ছন্নছাড়া সেই ছেলেটার
মন বসেনি পাঠে।

ইচ্ছে হলেই লিখতো দুখু
কবিতা ও ছড়া
সংগীতের অন্তরা।

সত্য-ন্যায়ের পক্ষ ধরে
লিখে অকপটে
দুখুই যে বিদ্রোহী কাজী
নজরুল হয়ে ওঠে।







(ওএস/এস/মে ২৪,২০১৬)