পিরোজপুর প্রতিনিধি : জেলার নাজিরপুরে ৫শ’ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মল্লিকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা কালে সোমবার সকালে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের আজালিবুনিয়া গ্রামের ফরিদের মুদি দোকানের সামনে গাঁজা বিক্রি করার সময় পিরোজপুর সদর উপজেলার উত্তর পোরগোলা গ্রামের মেজবাহ উদ্দিন হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার (২২), কেরামত ফকিরের ছেলে বায়েজিদ ফকির (২২) ও নাজিরপুর উপজেলার সেখমাটিয়া গ্রামের মীর আলী হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার, সাহেব আলী হাওলাদারের ছেলে নাছির হাওলাদার (২৫) কে হাতেনাতে আটক করা হয়। এ সময় পুলিশ তাদের সাথে থাকা একটি ব্যাগের ভিতর থেকে ৫শ’ ১ গ্রাম গাঁজাসহ গাঁজা কেনা- বেচার কাজে ব্যবহৃত একটি মটর সাইকেল আটক করা হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মল্লিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিক্তিতে ৫শ’ ১ গ্রাম গাঁজা ও একটি মটর সাইকেলসহ তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।


(এআরবি/এস/মে ২৪,২০১৬)