মাদারীপুর প্রতিনিধি :জীবনের নিরাপত্তা চেয়ে দৈনিক যায়যায়দিনের কালকিনি প্রতিনিধি ও কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মঙ্গলবার কালকিনি থানায় সাধারণ ডায়েরী (জিডি নং ৭২১) করেছেন।

সাধারণ ডাইরী সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার চরঝাউতলা গ্রামের মৃত আ. মালেক সরদারের ছেলে শহিদুল ইসলামের নামে অনলাইন যোগাযোগ মাধ্যম ফেসবুকে কে বা কারা ফ্যাক আইডি খুলেছে। ঐ ফেসবুক ফ্যাক আইডিতে তার নামে লেখা বিভিন্ন পোষ্টে স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে বাজে মন্তব্য করা হয়।

সাংবাদিক শহিদুল ইসলাম বলেন, আমি বার বার ফ্যাক আইডির এ্যাডমিনদের উদ্দেশ্যে আমার আইডিতে প্রবেশ করে বাজে মন্তব্য করতে নিষেধ করাসহ তাদের লেখা ডিলেট করলেও তারা আমার বিরুদ্ধে বাজে মন্তব্য লিখে থাকেন। আমি এলাকার চলমান ঘটনা নিয়ে সংবাদ লিখতে গিয়ে ঐসকল ফ্যাক আইডি জনপ্রতিনিধি ব্যক্তিদের নামে বাজে কমেন্টস করে সম্মান নষ্ট করছে। ফলে আমার আইডিতে ঐ ফ্যাক আইডির বাজে কমেন্টস দেখে কিছু কিছু জনপ্রতিনিধি আমি লেখাচ্ছি বলে বিভিন্ন মানুষের সাথে আলোচনা সমালোচনা করছে। এমন কি তারা আমাকে মারধর করাসহ যে কোন ব্যবস্থা নিবে বলে মানুষের মুখে শোনা যাচ্ছে। তাই আমি লিখিত ফ্যাক আইডি কালকিনির বাদশা, কালকিনির নেতা আসছে, পৌর ডনসহ আরো ৪/৫টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও জনপ্রতিনিধিদের রোষানলের হাত হতে ভবিষ্যত জীবনের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

জিডির ব্যাপার নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, এ ব্যাপারে এসআই মো. জসিমকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।



(এএসএ/এস/মে২৫,২০১৬)