খাগড়াছড়ি প্রতিনিধি :তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে পাহাড়ের দুটি বাঙালি সংগঠন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ।। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষণা ও পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবন স্থাপনে বৈষম্যের প্রতিবাদসহ সংগঠনের আট দফা দাবিতে আজ বৃহস্পতিবার এ হরতাল পালন করা হচ্ছে।

হরতালের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীন সব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখনো জেলা শহরের অধিকাংশ দোকানপাট খোলেনি। আজ সাপ্তাহিক হাটবার হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। শহরের দুই একটি স্থানে হরতালের পক্ষে পিকেটিং করছে হরতাল সমর্থকরা। স্পর্শকাতর স্থানসমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



(ওএস/এস/মে২৬,২০১৬)