গাজীপুর প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীকে সম্মানীত করলে পরিবার, দেশ ও জাতি সুন্দর হবে। মেধায় পুরুষের চাইতে নারীরা কম নয়, সুযোগ দিলে নারীরা পুরুষের চাইতে বেশি দক্ষতা দেখাতে পারবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গাজীপুরের কালীগঞ্জে জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় বক্তারপুর ইউনিয়নের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বাল্য বিয়ে প্রতিরোধকল্পে স্কুল ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, একটি কন্যাশিশুর ১৮ বছরের আগে শারীরিকভাবে গঠন হয় না। তাই ১৮ বছরের আগে বিয়ে হলে মাতৃমৃত্যুর ঝুঁকি যেমন থাকে, তেমনি শিশু মৃত্যুর ঝুঁকিও থাকে। তাছাড়া অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যায়।

এসময় প্রতিমন্ত্রী উপস্থিত সকলের উদ্দ্যেশে বলেন, যেসব কারণে বাল্য বিয়ে হয় তা কমিয়ে আনতে এবং প্রতিরোধে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তবে দেশের কন্যাশিশুদের শিক্ষিত ও সচেতন করতে পারলে বাল্য বিয়ের হার অনেক কমে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস-চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, জেলা মহিলা বিষয়ক অফিসার মো. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ ফারুক, ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মুর্শিদ কুলি খান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান পলাশ, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম তোরন, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

(ওএস/এএস/মে ২৬, ২০১৬)