স্টাফ রিপোর্টার : প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিচারের আওতায় আনতে নতুন আইন করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনকালে তিনি এ দাবি জানান।

কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কাছে জমা দেবেন তারা।

এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তি দাবি করে নতুন করে আন্দোলনের ডাক দেন তারা।

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। প্রশ্নপ্রত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিচারের জন্য নতুন আইন করার কথাও বলেন তিনি।

(ওএস/এটিঅার/জুন ০৬, ২০১৪)