খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বেইলি ব্রিজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ধসে পড়েছে। এঘটনায় ট্রাকচালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহতদের মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরবোঝাই একটি ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাস ব্রিজটিতে ওঠার পরই বিকট শব্দে ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় ট্রাকটি মানিকছড়ি খালে পড়ে যায় ও মাইক্রোবাসটি ঝুলে থাকে। এতে ট্রাক ও মাইক্রোবাসের চালকসহ ১৫-১৬ জন যাত্রী আহত হন।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন জানান, অতিরিক্ত পাথরবোঝাই ট্রাকের কারণে ব্রিজটি ধসে পড়ে। এটি মেরামতের চেষ্টা চলছে।

তবে কবে নাগাদ সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করা সম্ভব হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

(ওএস/অ/জুন ০৬, ২০১৪)