অভিজিত রাহুল বেপারী : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পল্লী এলাকার ৩টি খালের উপরে ৩টি ব্রিজ নির্মাণ কাজ আগামী দিন থেকে শুরু হচ্ছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ৩২ ফুট দৈর্ঘের এবং ১৪ ফুট প্রশস্তের প্রতিটি ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২৫ লক্ষ ৭৪ হাজার ৭শত ২২ টাকা। এই ব্রিজ ৩টির অবস্থান হচ্ছে ধাওয়া ইউনিয়নের সাদনাহাট আতার খালের উপর একটি, ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া পাহলান বাড়ি বাজার সংলগ্ন খালের উপর একটি এবং গৌরিপুর ইউনিয়ন পরিষদের সামনের খালের উপর একটি।

বাঁশের সাকোর পরিবর্তে এই পাকা ব্রিজ নির্মিত হলে এলাকার ছাত্র-ছাত্রী, চাকুরীজীবী, বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সহ শত শত নরনারী শিশুর যাতায়তে দীর্ঘদিনের একটি কঠিন সমস্যা দূরীভূত হবে। পরিবেশ ও বনমন্ত্রী মো: আনোয়ার হোসেন মঞ্জু আগামীকাল এই ব্রিজ ৩টির নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিকে পরিবেশ ও বনমন্ত্রী ভান্ডারিয়া ও কাউখালী উপজেলায় ১শত ৭৪ জন অস্বচ্ছল মানুষের মধ্যে ১শত ৭৪ বান্ডিল ঢেউটিন বিতরণ করবেন। এছাড়া ঢেউটিনের সাথে প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা ও প্রদান করা হবে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ে এ লক্ষ্যে ৫ লক্ষ ২২ হাজার টাকা বরাদ্দ প্রদান করেছে। পরিবেশ ও বনমন্ত্রী আগামীকাল বিকালে কাউখালী উপজেলা পরিষদে অনুষ্ঠিতব্য মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

(এআরবি/এএস/মে ২৬, ২০১৬)