লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় পঞ্চম ধাপে আগামী কাল শনিবার জয়পুর, ইতনা, মল্লিকপুর, কাশিপুর, ও দিঘলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

অবাধ,সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে প্রশাসন সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে।

শুক্রবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা পৌঁছে গেছেন। কাশিপুর ইউনিয়নে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় আ’লীগ দলীয় প্রার্থী মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় বাকি ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ থেকে ৪ জন, বিএনপি ৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২জন, ওয়ার্কার্স পার্টি ১ জন ও বিদ্রোহী-স্বতন্ত্র প্রার্থী ৯ জনসহ মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ ছাড়া, ৫ টি ইউপিতে সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৬০ জন,ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

জয়পুর ইউনিয়নে ৯ টি কেন্দ্রে ১৩৫৫৭ জন ভোটার, ইতনা ইউপিতে ১২ টি কেন্দ্রে ১৫৯৫৫ জন, মল্লিকপুর ইউপিতে ৯ টি কেন্দ্রে ১২১১৯ জন, দিঘলিয়ায় ১১ টি কেন্দ্রে ১৬৮৮৭ জন এবং কাশিপুর ইউনিয়নে ৯টি কেন্দ্রে ১০১৯ জন ভোটার। সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।


(আরএম/এস/মে২৭,২০১৬)