আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে টানা দ্বিতীয় দফায় শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের ইতিহাস ভেঙে প্রথমবারের মতো কলকাতার উন্মুক্ত রাজপথ রেড রোডে এ শপথ নিয়েছেন তিনি।

রেড রোডে রাজনীতি-শোবিজ-ব্যবসা-শিক্ষাসহ প্রভৃতি অঙ্গনের বিপুল তারকার উপস্থিতে শুক্রবার দুপুর ১টায় রাজ্য সরকার পরিচালনায় শপথ বাক্য পাঠ করেন ‘বাংলার দিদি’। ‍তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। মমতার সঙ্গে শপথ নেন তার নতুন সরকারের মন্ত্রিসভার ৪১ সদস্যও।

মমতার দল তৃণমূল কংগ্রেস বলছে, পশ্চিমবঙ্গে তো নয়ই, সাম্প্রতিক অতীতে দেশের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানেও শুক্রবারের মতো সমাবেশ হয়নি।

শপথ অনুষ্ঠানে বিদেশি আমন্ত্রিত অতিথিদের মধ্যে অংশ নেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আর দেশি অতিথিদের মধ্যে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি অর্থমন্ত্রী অরুণ জেটলি ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এছাড়াও ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশকুমার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদব, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা প্রমুখ।

তবে, আমন্ত্রণ পেয়েও শপথ অনুষ্ঠান বর্জন করেছে জাতীয় কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি- মার্ক্সিস্ট (সিপিএম) জোট।

সংবাদমাধ্যম জানায়, অতিথি ও সাধারণ দর্শক মিলিয়ে প্রায় ৩০ হাজার চেয়ারের ব্যবস্থা করা হলেও শপথ শুরু হওয়ার আগে অনুষ্ঠানস্থলের বাইরেও ভিড় ছড়িয়ে পড়ে। তবে মূল অনুষ্ঠানস্থলে জায়গা না পাওয়া জনতার জন্য বিভিন্ন এলাকায় বড় পর্দায় (জায়ান্ট স্ক্রিন) শপথ দেখানোরও ব্যবস্থা নেওয়া হয়।

শপথ অনুষ্ঠানকে ঘিরে পুরো কলকাতা সাজে নতুন সাজে। বিশেষত রেড রোড সাজে শুভ্র-নীল রঙে।

(ওএস/এএস/মে ২৭, ২০১৬)