নওগাঁ প্রতিনিধি :নওগাঁর বদলগাছীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টাকারী ২ সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা । আটককৃত দু’জন হলো পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার চকগোবিন্দ বাদেশা গ্রামের হাসান আলীর ছেলে রবিউল ইসলাম (২৩) ও সাগরপুর গ্রামের জলিল সাধুর ছেলে নয়ন (১৮)।

থানা সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী আক্কেলপুর উপজেলা সদরের উত্তর পাড়ার দেওয়ান জোবায়েদ এম কামাল তার স্ত্রী নূরজাহান বেগমকে সংগে নিয়ে গত ২৪ মে মঙ্গলবার বিকেলে ঐতিহাসিক পাহাড়পুরে বেড়াতে যায়। সেখান থেকে রাত ৮টার দিকে উপজেলার সাগরপুর গ্রামের ওপর দিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব পরিচিত বন্ধু সাগরপুরের রবিউল ইসলামের সঙ্গে তাদের দেখা হয়। রবিউল বন্ধু কামাল ও তার স্ত্রীকে ডেকে নিয়ে তার মামা সাগরপুর কাশেমের বাড়িতে যায়। এসময় রবিউল ১০/১২ জন সহযোগী বন্ধুদের ডেকে এনে কামাল ও তার স্ত্রী নুরজাহানকে জোরপূর্বক পার্শ্বের কলাবাগানে নিয়ে কামালকে হাত-পা, মুখ বেঁধে তার স্ত্রী নুরজাহানকে বিবস্ত্র করে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করে এবং বিবস্ত্র ছবি মোবাইলে ধারণ করে। তারা কামালের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। অন্যথায় তার সামনে স্ত্রীকে ধর্ষণ করবে বলে হুমকি দেয়। তাদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্নালংকারসহ মোটর সাইকেল ছিনিয়ে নেয়। ২ লাখ টাকা দেয়ার অঙ্গীকার করলে বুধবার ভোরে দূর্বৃত্তদের কাছ থেকে তারা ছাড়া পায়। সেখান থেকে বাড়িতে না গিয়ে তারা পার্শ্ববর্তী জগৎনগর গ্রামে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয় এবং বিষয়টি খুলে বলে। বিষয়টি গোবরচাপা বাজারের লোকজনকেও অবগত করে।

বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে কামাল ও তার স্ত্রী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গোবরচাপা বাজারে পৌঁছলে এ সময় ঘটনার সঙ্গে জড়িত রবিউল ইসলাম ও নয়ন মোটর সাইকেলযোগে তাদের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় কামাল বাজারের উপস্থিত লোকজনকে তাদের চিনিয়ে দিলে স্থানীয় জনগণ ২ দুর্বৃত্তকে ধরে ফেলে উত্তম মধ্যম দিয়ে বদলগাছী থানা পুলিশের কাছে সোপর্দ করে।

আটক রবিউল ইসলাম ও নয়নের কাছ থেকে ৬০ পিচ ইয়াবা ও ২.৬৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তারা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। এ বিষয়ে থানায় ধর্ষণের চেষ্টা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলার অন্যান্য আসামীরা হলো মোঃ জুয়েল (২১), নাজমুল (২২), রুবেল হোসেন (২৭), বাতেন (২৪), মোঃ সাদ্দাম হোসেনসহ (২২) ১০/১২ জনকে আসামী করা হয়েছে।


(বিএম/এস/মে২৮,২০১৬)