জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন- জিয়াউর রহমান (৩৬) ও আবদুল মাজেদ (১৬)। এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, খুঁটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শনিবার সকালে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ২ জন নিহত হয়েছেন।

দেওয়ানগঞ্জ থানার এসআই আবদুল হান্নান জানান, সকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল করতে চাইলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন সংঘর্ষে আহতের কথা স্বীকার করলেও নিহতের বিষয়টি জানেন না বলে জানান।

(ওএস/এএস/মে ২৮, ২০১৬)