শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : শ্রীপুরে মাধ্যমিক স্তরে নারী শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন নাইজেরিয় একটি প্রতিনিধি দল। শনিবার সকালে বিশ্বব্যাংকের সিনিয়র শিক্ষা বিশেষজ্ঞ ওলাটুন্ডে আদিকুলার নেতৃতে ১৪ সদস্যের প্রতিনিধি দল শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সাংস্কৃতিক কার্যক্রম, পাঠভ্যাস ও খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনও বনানী বিশ্বাস, স্কুলের সভাপতি জাকির হোসেন খান, প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন মিঞা প্রমুখ। পরে প্রতিনিধি দল পটকা সিনিয়র মাদরাসা পরিদর্শন করেন।

(আরএইচ/এএস/মে ২৮, ২০১৬)