নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ‘বাঁচাবো দেশ-বাঁচাবো প্রাণ-করবো আমরা রক্ত দান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে রণবাঘা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি বিনামূল্যে ব্লাড গ্রুপিং কর্মসূচি হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজির হোসেন ও টাইগার ক্লাব (প্লাস) সভাপতি সাংবাদিক নজরুল ইসলামের যৌথ ব্যবস্থাপনায় ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের পরিচালনায় শনিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপি বিনামূল্যে ব্লাড গ্রুপকরণ কর্মসূচি করেছে। বিদ্যালয় শ্রেণিকক্ষে একর্মসূচির উদ্বোধন করেন থানার দ্বায়িত্বরত কর্মকর্তা (এসআই) মনিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, রণবাঘা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমেরী জামান বকুল, ম্যানেজিং কমিটির সভাপতি নাজির হোসেন, নন্দীগ্রাম টাইগার ক্লাব (প্লাস) সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য তশিকুল বারী, সহকারি প্রধান শিক্ষক দেব দুলাল চিল, শিক্ষক জিয়াউল হক মুকুল, মাহফুজার রহমান, আব্দুর রহিম, সমাজসেবক আব্দুস সালাম, ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মতিউর রহমান মুসা, সাধারণ সম্পাদক নুরন্নবী, প্রচার সম্পাদক নুরুল আমীন, নির্বাহী সদস্য মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিনামূল্যে ব্লাড গ্রুপিং করেন প্যাথোলজিষ্ট খায়রুল ইসলাম সাহেদ।


(এমএনআই/এএস/মে ২৮, ২০১৬)