কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি :প্রতিবন্ধী নারী পুরুষের অধিকার ও মর্যাদা উন্নয়নের লক্ষে আজ শনিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে সার্ভ এর মতবিনিময় সভা কাপাসিয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সার্ভ কর্মকতারা বলেন, আমরা নারীর কাজের স্বীকৃতি স্বরূপ নারীদের আত্বনির্ভশীল হওয়ার লক্ষে হাঁস মুরগী পালন, বেতি দিয়ে আসবাবপত্র, প্রশিক্ষণ, সুদ বিহীন ক্ষুদ্র ঋণ দিয়ে সাহায্য করি। জাতিসংঘ ও কেয়ারের মাধ্যমে দেশের দূর্যোগ মোকাবিলায় সাহায্য করি তবে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হয়।

কাপাসিয়া প্রেস ক্লাব সহসভাপতি সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সোস্যাল এসিসস্টেন্টস এন্ড রিহেবিলিটেশন ফর দি ফিজিক্যাল ব্যুলানেরেবল ( এস এ আর পি ভি) এর কো অর্ডিনেটর ইউনুস হোসেন মন্টু, প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম, ফিল্ড অফিসার আজিজুল হক, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, এফ এম কামাল হোসেন, নূরুল আমীন সিকদার, মজিবুর রহমান, নূরুল ইসলাম ফরিদ, আকরাম হোসেন রিপন, তপন বিশ্বাস, মন্জুরুল হক, ও সাইফুল ইসলাম প্রমুখ।

(এসডি/এস/মে২৮,২০১৬)