ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আমান উল্লাহ (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার রাতে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শুক্কুরের দোকান এলাকা সংলগ্ন মানিক সওদাগরের নতুন বাড়ি থেকে ৯টি কার্টুন ভর্তি প্রায় দেড় শতাধিক বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমান উল্লাহ (৩৫) নামে একজনকে আটক করা হয়। আটককৃত আমান উল্লাহ উপজেলার দৌলতকান্দি এলাকার মৃত. নজির আহম্মদের ছেলে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মতিগঞ্জ ইউনিয়নের মানিক সওদাগরের বাড়িতে অভিযান চালানো হয়। তিনি ধারণা করছেন আগামী ৪ জুন সোনাগাজীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাশকতার করার জন্যই হয়তো এ ককটেলগুলো বানানো হচ্ছিল। এ ব্যাপারে সোনাগাজী মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হচ্ছে।



(ওএস/এস/মে২৯,২০১৬)