লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : সীমানা সংক্রান্ত জটিলতার কারনে বন্ধ হয়ে গেল নড়াইলের লোহাগড়ার ৩ নং শালনগর ইউপি নির্বাচন।রোববার  (২৯ মে) বিকালে এ সংক্রান্ত নির্দেশনা লোহাগড়া নির্বাচন অফিসে এসে পৌঁছায়। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

৬ষ্ঠ ধাপে আগামী ৪ জুন নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা, কোটাকোল, লাহুড়িয়া, নলদী, লোহাগড়া, নোয়াগ্রাম ও শালনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফশীল ঘোষনার পর থেকে শালনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লাবু মিয়া সীমানা সংক্রান্ত জটিলতার অভিযোগ তুলে হাইকোর্টে একটি মামলা দাখিল করেন।

দাখিলকৃত মামলার শুনানী শেষে হাইকোর্ট ঘোষিত তফশীল অনুযায়ী ৪জুন অনুষ্ঠেয় নির্বাচন বন্ধের নির্দেশনা দিয়েছেন।

গতকাল রবিবার (২৯ মে) বিকালে এ সংক্রান্ত নির্দেশনা লোহাগড়া নির্বাচন অফিসে এসে পৌঁছায়। লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসার শামীম মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ’ আগামীকাল সোমবার এ বিষয়ে গণ বিজ্ঞপ্তি জারি করা হবে’। এদিকে নির্বাচন বন্ধ হওয়ায় প্রার্থীরা হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।


(আরএম/এস/মে২৯,২০১৬)