ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : নিখোঁজের হওয়ার ৬দিন পর সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাপন (২০) নামক এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর হলেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

নিহতের বাবার নিজাম উদ্দিন জানান, নিহত পাপন এলাকার মাদক ব্যবসায়ী আবু সৈয়দ এর মাদকের ব্যবসা দেখভাল করত। গত কয়েক দিন পূর্বে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পার্শ্ববর্তী ভৈরবে আবু সৈয়দের গাড়ি ভর্তি গাঁজা আটক করে। পরে তার বাড়ি থেকেও গাঁজা এবং ফেনসিডিল উদ্ধার করে। এসময় তাকে আটক করতে পারেনি।

এ ঘটনায় পর মাদক ব্যবসায়ী আবু সৈয়দ পাপনকে সন্দেহ করে এবং কয়েক দফ জিজ্ঞাসাবাদও করে। এর জের ধরে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে আবু সৈয়দ ও হেলালের নেতৃত্বে ৭/৮জন লোক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। তাকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া যায়নি। গতকাল দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন দানা মিয়ার বড়ই বাগানে দুর্গন্ধ’র উৎস খুঁজতে গিয়ে মাটির নিচে তার লাশ দেখতে পেয়ে গ্রামবাসী।

চম্পকনগর ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মাদক ব্যবসার বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিনও এর সত্যতা নিশ্চিত করেছেন। বিজয়নগর থানার ওসি তদন্ত মেসবা উদ্দিন জানান, লাশ পচে ফুলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

(এএ/এএস/মে ৩০, ২০১৬)