বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে শান্তি, গণতন্ত্র উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাওয়া পাঁচটি দেশের একটি হচ্ছে বাংলাদেশ। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র ৫৪৩ ডলার, যা বর্তমান সরকারের আমলে ২০১৫ সাল পর্যন্ত হয়েছে ১৩১৪ ডলার। বিশ্বমন্দা সত্ত্বেও গত ৬ বছরে দেশের জিডিপি’র গড় প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ২ শতাংশ।

হুইপ (৩০ মে) সোমবার রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের পূর্ব শিলুয়া, পূর্ব কচুরগুল, পশ্চিম কচুরগুল, পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই ও টালিয়াউরা গ্রামের ২১২ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগের পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে ব্যয় হয়েছে ১ কোটি ২২ লাখ ১৯ হাজার ২’শত টাকা।

হুইপ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে। বিএনপি জোট সরকারের আমলে লোডশেডিং ছিল অসহনীয় পর্যায়ে। কোন কোন স্থানে ১২ ঘণ্টা থেকে ২০ ঘণ্টা লোডশেডিং থাকতো। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র ৩ হাজার ২০০ মেগাওয়াট। ২০১৫ সাল পর্যন্ত দেশের বর্তমান বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৩ হাজার ২৮৩ মেগাওয়াট হয়েছে।

হুইপ আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময়কালে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, পরিবেশ, কৃষি, খাদ্য, টেলিযোগাযোগ, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা, মানবসম্পদ উন্নয়ন এমন কোন খাত নেই যে খাতে অগ্রগতি সাধিত হয়নি।

বিদ্যুৎ সংযোগের পৃথক এসব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশানা আরা মিলি, নির্বাহী কর্মকর্তা নাছিরুল্লাহ খান, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মধাব বণিক, এলাকা পরিচালক রঞ্জিত কুমার দাস, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আজির উদ্দিন মাস্টার, যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, সফিক উদ্দিন, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রিঙ্কু রঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক নির্মল কুমার দাস, যুবলীগ নেতা অটল কৃষ্ণ কৃষাণ শিবেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহিদ প্রমুখ।
এদিন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি সাম্প্রতিক বন্যায় জুড়ী নদীর বিভিন্ন স্থানের বাঁধ ভাঙ্গন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জুড়ী উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।



(এলএস/এস/মে ৩০,২০১৬)