কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ড ও দাউদকান্দি উপজেলার রায়পুরে সড়ক দুর্ঘটনায় জাহেদ (২৫) ও খায়রুল ইসলাম (৫০) নামে দুই জন নিহত হয়েছেন।

জাহেদ দেবিদ্বার উপজেলার আসাদনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। খায়রুল ইসলাম চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের মৃত হানিফ মুন্সীর ছেলে।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সকাল ১১টার দিকে মোটরসাইকেলে করে মো. জাহেদ চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইনের যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।
এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমক্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মনিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, প্রায় একই সময়ে দাউদকান্দি থেকে চান্দিনাগামী বালু বোঝাই ট্রাক ও বিপরীত দিক থেকে কাঠাল বোঁঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালু বোঝাই ট্রাকের চালক খায়ের (৫০) ঘটনাস্থলে মারা যান।
(ওএস/এএস/জুন ০৬, ২০১৪)