টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহের কবল থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীতে পড়ুয়া শানু আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রী। বাসাইল উপজেলা নির্বাহী অফিসার সোমবার রাতে উপজেলার কচুয়া গ্রামে পুলিশ পাঠিয়ে এই বাল্যবিয়েটি বন্ধ করে দেন।

জানা যায়, সোমবার রাতে উপজেলার কচুয়া গ্রামের ওষুধ ব্যবসায়ী ফরহাদ আলী মুন্সীর ছেলে সাইফুল ইসলামের সঙ্গে একই গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া শানু আক্তার (১৩) বিয়ের প্রস্তুতি চলছিল। যথারীতি মেয়েটির মামা হাদিছ মিয়ার বাড়িতে বর-কনেসহ উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে বিয়ের ধুমধামও চলছিল। উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম এ খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বিয়েটি বন্ধ করে দেন।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সামাদ বলেন, উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করা হয়।

(এমএনইউ/এএস/মে ৩১, ২০১৬)