বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৬ উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধন পূর্বে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১১ টায় কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

এতে উপসহকারি কৃষি কর্তকর্তা পলাশ দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, ইউপি চেয়ারম্যান নছিব আলী, আহমদ জুবায়ের লিটন প্রমুখ।

(এলএস/এএস/মে ৩১, ২০১৬)