স্বপ্নের কোনো নিজস্ব রঙ নেই

কৃঞ্চচূড়ার লাল মাতাল মৌএর নেশায় বুদ!
অসুখটা বেশ পুরনো, আবার এসেছে ফিরে,
তুমি ডেকেছিলে কাল ভৈরবের তীরে।

সোনাঝরা বিকেল বহুদিন বৃষ্টি নেই!
কতকাল এ দৃষ্টিতে তোমার দৃষ্টি নেই;

আমি কেবল মৃত্যুর আলপনা আঁকি,
কৃঞ্চচূড়ার লাল থেকে আমায় ধার দেবে কিছু স্বপ্ন?

আরো কিছু দিন বাঁচতে চাই...
ঋণী হতে চাই বারবার
মৈত্রী ও মৃত্যুর কাছে...


স্বপ্নের সাথে বসবাস

ও আমার লালিত্য স্বপ্ন
তোমায় আমি দেখেছি
হিজলতলীর ঘাটে পাদুকাবিহীন;
কোনো এক স্বারসত সন্ধ্যায়...
বুকে কুয়াশার রেণু...
খোঁপায় চন্দনচর্চিত গোলাপ,
দুঃস্বপ্নের ভেলায় ভাসিয়ে-
স্বপ্ন, তুমি যেন আমায় কোথায় নিয়ে যাচ্ছো...
কোন অসীমে...
সামনে শুধু-
ধূ ধূ অন্ধকার, অথৈ সমুদ্র...