পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর কে,রাজ উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সাহিত্য মাগ্যাজিন ‘সঙ্গীতা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ২০১৪ সালের এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড.কেএম মোহসীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউটের সাবেক মহাপরিচালক ড.এমএ মাজেদ, ড.কাজী মোতাহার হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পাংশা থানার ওসি মোহাম্মদ আবুল বাশার মিয়া, হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল মামুন খান, পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম নজীবুল্লাহ ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আক্তার হোসেন কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘সঙ্গীতা’র সম্পাদক মোসলেম উদ্দিন মনির।
অনুষ্ঠানে হাবাসপুর বাণী পাঠাগারের সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বিশিষ্ট মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার, হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল, হাবাসপুর কে,রাজ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
(এমএইচকে/এএস/জুন ০৬, ২০১৪)