দিনাজপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ায় দিনাজপুরে দায়ের করা একটি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।

বুধবার সকালে দিনাজপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এফএম আহসানুল হক এই আদেশ জারি করেন। গত ২০১৪ সালের ২৩ ডিসেম্বর জেলা ছাত্রলীগের নেতা পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে বাদি উল্লেখ করেন, গত ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে রাজাকার, খুনি ও পাকবন্ধু বলেন। ’ যা পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়।

বাদি উল্লেখ করেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক যে স্বাধীন দেশের অভ্যূদয় হয়েছিল সেই দেশের একজন নাগরিক হিসেবে বাদির সম্মানহানি হয়েছে। এই অভিযোগে দন্ডবিধি ৫০০/৫০১/৫০২ ধারায় তিনি দিনাজপুরের প্রথম শ্রেনীর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-১ এ একটি মামলা দায়ের করেন। ওই বছরের ২৩ ডিসেম্বর সমনের আদেশ দেন উক্ত আদালত।

গ্রেফতারী পরোয়ানা জারির বিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবী শামসুর রহমান (পারভেজ) বলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতের বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।

(এটিআর/এএস/জুন ০১, ২০১৬)