স্পোর্টস ডেস্ক : অল- রাউন্ডার সাকিব আল হাসান অনেকদিন ধরেই ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশে নিয়োজিত রয়েছেন। এবার শুভেচ্ছা দূত হিসেবে স্থানীয় একটি এনজিওতে আসা পুষ্টিহীন শিশু ও তাদের মায়েদের সচেতনতা সৃষ্টির এক ক্যাম্পেইনে অংশ নিলেন সাকিব।

এনজিও পরিদর্শন শেষে সাকিব বলেন, “বাংলাদেশের শিশুদের জন্য পুষ্টিকর খাবার খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি শিশু জন্মগ্রহণ করার পর পরই তাকে কমপক্ষে ১০০০ দিন পুষ্টিকর খাবার প্রদানের দিকে মনোযোগ দিতে হবে”।

এর আগে সাকিব ইউনিসেফের হয়ে এইচআইভি এইডস সচেতনতা ও শিশুদের স্বাস্থ্য নিয়ে ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে আরও ক্যাম্পেইনে অংশ নিবেন তিনি।


(ওএস/এটি/ এপ্রিল ০৮, ২০১৪)