গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মডেল হাই স্কুল এলাকায় আজ শুক্রবার বিকেলে দূরপাল্লার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী আহত হন।

গুরুতর আহত অবস্থায় মো. রুহুল আমীন (৪৪) ও আছিয়া বেগমকে (২৪) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং নাজিরুন নাহার (৩০), দ্বারাজুল মন্ডল (৪৫), সুমী আক্তার (২৫) ও মজিবর রহমানকে (৪১) গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অপর চার জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তাদের বাড়ি সাতক্ষীরা, যশোর ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায়।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার জানান, আজ শুক্রবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী কিংফিশার ট্রাভেলসের একটি বাসের সঙ্গে বিপরিত দিক থেকে আসা কমফোর্ট লাইন নামের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনাটি ঘটে। বাসদুটিকে আট করা হয়েছে। তবে উভয় বাসের চালক পলাতক রয়েছে।
(জিসিপি/এএস/জুন ০৬, ২০১৪)