গোপালগঞ্জ প্রতিনিধি :৩ জুন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গীর্জায় বোমা হামলা ট্র্যাজেডির ১৬-তম দিবস। ২০০১ সালের এই দিনে ভয়াবহ বোমা হামলায় গীর্জায় সাপ্তাহিক প্রার্থনারতঃ খ্রীষ্টান সম্প্রদায়ের ১০ জন নিহতসহ অর্ধশত আহত হন। এত বছর পার হয়ে গেলেও নিহতদের পরিবার গুলো বিচার না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। তারা

এখনো আশায় বুক বেধে আছেন স্বজন হারানোর বিচার পাওয়ার আশায়।২০০১ সালের ৩ জুন সকাল ৭টার দিকে মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গীর্জায় সাপ্তাহিক প্রাথর্না চলছিল। প্রার্থনা চলার কিছু সময় পর হঠাৎ করে বিকট শব্দে বোমা বিষ্ফোরিত হয়। ঘটনাস্থলে প্রাথর্নারতঃ ১০ জন নিহত হন। আহত হন আরো অর্ধশত লোক।

বোমা বিস্ফোরণের দিন রাতে গীর্জার তৎকালীন ফাদার পিতাঞ্জা মিম্মো ও গীর্জার সম্পাদক পিটার বৈরাগী বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন। কিন্তু, আইনী জটিলায় দীর্ঘ এতো বছরেও বিচার কাজতো দূরে থাক, অভিযোগই (চার্জশীট) গঠন করতে পারেনি গোপালগঞ্জের সিআইডি। বরং মামলার তদন্তকারী কর্মকর্তা বদল হয়েছে ১৭ বার।

ঘটনার দীর্ঘ ১৫ বছর পার হলেও বিচার কাজের কোন অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্বজনরা।তারা এ সরকারের কাছে বোমা হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে কতটা সময়ের মধ্যে এ মামলার চার্জসিট দেয়া হতে পারে তা বলতে পারেননি গোপালগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক, (ক্যাম্প ইন চার্জ) ফতেহ মোঃ ইফতেখারুল আলম।




(পিএম/এস/জুন০২,২০১৬)