বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে অবস্থিত একটি অভিজাত হোটেলের সামনে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন । তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। তবে হতাহতদের কারো নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার ভোর আনুমানিক সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ঢাকাগামী একটি পাথরবোঝাই একটি ট্রাক উক্ত স্থানে পৌঁছালে দিনাজপুরমুখী রেখা এন্টারপ্রাইজের অপর একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ৭ পুরুষ যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ২৫জন।

পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে মহাসড়কের ওপর আড়াআড়িভাবে দুর্ঘটনাকর্বলিত যানগুলো আটকে পড়ায় প্রায় পৌনে এ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

(ওএস/এএস/জুন ০৩, ২০১৬)