চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা নির্বাচনী কর্মকর্তাকে পেটানোর ঘটনায় স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা করার জন্য নির্বাচন কমিশনের  অফিস আদেশ বাঁশখালী থানায় পৌঁছার পর শুক্রবার মামলাটি নথিভুক্ত করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবীবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে মামলার বাদী ও থানার ওসির কাছ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে জানা গিয়েছিল, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেনকে বাদী হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৫৩/৩৪৩/৩৪ ধারায় অভিযোগ আনা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন থেকে মৌখিকভাবে এবং বিকেল ৫টার পর লিখিতভাবে মামলা করার অনুমতি পান ওসি। যার অনুলিপি পেয়েছেন নির্বাচন কর্মকর্তা জাহেদুল ইসলাম।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে বাঁশখালীতে নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম মারধরের শিকার হওয়ার পরপরই বুধবার বিকেলে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।

এছাড়া এ ঘটনার পর বাঁশখালী উপজেলার সব ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে।

(ওএস/এএস/জুন ০৩, ২০১৬)