ফেনী প্রতিনিধি : ফেনী জেলার ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক একরাম হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দু’জনকে আটক করেছে আইনশৃঙ্কলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার রাতে উপজেলার শর্শদী এলাকা থেকে আবুল হোসেন জাহাঙ্গীর ও বিকালে বিরিঞ্জি এলাকা থেকে ছট্টুকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর ইনচার্জ এএইচ মহিউদ্দিন জানান, রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শর্শদী এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে আবুল হোসেন জাহাঙ্গীর (৪৫) কে আটক করা হয়। একরাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে। জাহাঙ্গীর ডাকাত দলের সদস্য বলেও জানান তিনি।

এদিকে ফুলগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, বিকালে বিলাসী সিনেমা হলের সামনে থেকে ছট্টুকে আটক করা হয়েছে। একরাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, ২০ মে সকাল ১১টার দিকে একরামকে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে গাড়ির ভেতরে গুলি করে কুপিয়ে ও পরে গাড়িসুদ্ধ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

(ওএস/এইচআর/জুন ০৭, ২০১৪)