গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী একটি নৈশ বাস খাদে পড়ে ৩ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আজ শনিবার রাত পৌনে ৪ টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো নড়াইলের লোহাগাড়ার নারানদিয়ার খোকন মল্লিক (২৮),বাঁশগ্রামের ওদুত মৃধা (৭০) ও নেত্রকোনার কেশবপুরের ফোজদার মিয়া (৭০)। এ ঘটনার প্রতিবাদে প্রায় একঘন্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনগণ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ বাস ওই স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ফেলে দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় হতা-হতদের উদ্ধার করে। পরে আহত মহিলাসহ ৯জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ সদর হাসপাতালে ২ জন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতদের লাশ পোষ্টমর্টেম ছাড়াই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এমএইচএম/জেএ/এএস/জুন ০৭, ২০১৪)