ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : নৌকা প্রতীকের সমর্থক ও সন্ত্রাসী কর্তৃক পুলিং এজন্টেদের বের করে দেয়া, নৌকা প্রতীকে ভোট প্রদানে বাধ্য করা এবং ভোট কেটে নেয়ার অভিযোগ এনে ঈশ্বরদীতে শনিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ৪ এবং স্বতন্ত্র ১ চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। সকাল সাড়ে নয়টার দিকে মূলাডুলি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী আব্দুর রহমান ফান্টু মন্ডল প্রথম ভোট বর্জনের ঘোষণা দেন।

দুপুর ১২টার দিকে পৃথক পৃথক সাংবাদিক সম্মেলন করে বিএনপি’র পাকশী ইউনিয়নের প্রার্থী জাকিউল ইসলাম তপন সরদার, দাশুড়িয়া ইউনিয়নের আমিনুল ইসলাম কেনেডি, মূলাডুলি’র সিরাজুল ইসলাম সরদার ও সাঁড়া ইউনিয়নের আক্কাস আলী মন্ডল এই বর্জনের ঘোষণা দেন। এছাড়া দাশুড়িয়া ইউনিয়নের বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কে এম রবিউল ইসলামও একই অভিযোগে ভোট বর্জন করেন।

এসময় কেন্দ্রীয় বিএনপি’র সদস্য সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, উপজেলা বিএনপি’র সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আহসান হাবিব, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সদস্য আবু সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন বাবলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজব মো: শফিউদ্দিন মন্ডল, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের মোল্লা প্রমূখ। সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন, অনিয়মের বিষয়ে আইন শৃংখলা বাহিনী, রিটার্ণিং অফিসার, নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ঠ সকলকে অবহিত করার পরও কোন প্রতিকার না পাওয়ায় নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নিয়ে প্রহসনের এই নির্বাচন চালিয়ে যাওয়ার কো মানেই হয় না।

(এসকেকে/এএস/জুন ০৪, ২০১৬)