যশোর প্রতিনিধি : যশোর উপজেলার ডুমদিয়া গ্রামে টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে আলমগীর হোসেন নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আলমগীর হোসেন ডুমদিয়া কামারপাড়া গ্রামের আবু কালামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, একই এলাকার শাহাবুদ্দিনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন আলমগীর হোসেন। এ টাকা আদায় করা নিয়ে দু’জনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে রাত ১১টার দিকে শাহাবুদ্দিনের নেতৃত্বে একই গ্রামের জনি, আশরাফুল, রাশেদ, তুহিন ও সালামসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আলমগীরের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে তারা আলমগীরকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

(ওএস/জেএ/জুন ০৭, ২০১৪)