ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র দখল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৩টায় আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের বিওসি ঘাট এলাকায় পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করাকে কেন্দ্র করে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ সালাহউদ্দিন ও আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ নূরুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বালুর মাঠ এলাকায় উভয়পক্ষের শতাধিক লোকজন রামদা, বল্লমসহ দেশীয় বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়।

প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ২০জন আহত হয়। আহতরা স্থানীয় ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেয়। খবর পেয়ে র‌্যাব, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রেণে রয়েছে।

(এএ/এএস/জুন ০৪, ২০১৬)