নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনোয়ার হোসেন (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মীরকুটিরছেও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আনোয়ার হোসেন নরসিংদী জেলার সদর উপজেলার রমদী এলাকার নোয়াব আলীর ছেলে।

তিনি উপজেলার বরপা এলাকার আসাদ আলীর বাড়িতে বসবাস করতেন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুদ্দোহা জানান, ভোরে কর্ণগোপ-মুড়াপাড়া সড়কের মীরকুটিরছেও এলাকায় আনোয়ার হোসেনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে, পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই আরো জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা বলা যাবে।

(ওএস/এইচআর/জুন ০৭, ২০১৪)