শরীয়তপুর প্রতিনিধি : নির্বাচিত হওয়ার এক দিন পরেই মৃত্যু বরণ করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন তালুকদার। তার অকাল ও আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো জেলায়।

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের ভেদরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন তালুকদার নির্বাচিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রবিবার মধ্যরাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়াইন্নাইলাইহে রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

গত ৪ জুন শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করে ২ হাজার ৮৪৮ ভোটে তিনি পেয়ে নির্বাচিত হয়েছিলেন । ৭ ভাই ১ বোনের মধ্যে নাসির ছিলেন ৫ম। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, ১ পূত্র, ৬ ভাই, ১ বোনসহ অগনিত আত্মীয়-স্বজন ও শুবাকাঙ্খি রেখেছেন।

তিনি ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পুটিয়া তালুকদার বাড়িতে জন্ম গ্রহন করেন। তার বড় ভাই মুনিরুদ্দিন তালুকদার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, মেজ ভাই কামাল উদ্দিন তালুকদার পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে দায়িতরত্ব অতিরিক্ত সচিব, অন্যান্য ভাইয়েরা সমাজের উঁচুস্তরে অধিষ্ঠিত। মরহুম নাসির উদ্দিনের ছেলে অমি উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং মেয়ে অরিণ ৮ম শ্রেনীতে লেখাপড়া করছে। স্ত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নাসির উদ্দিন তালুকদার একজন সফল রাজনীতিক ও সমাজসেবক ছিলেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথেও জরিত ছিলেন।

নাসির উদ্দিনের মৃত্যুতে শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক, আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানীত সদস্য একেএম এনামূল হক শামীম, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

(কেএনআই/এএস/জুন ০৬, ২০১৬)