শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : শ্রীপুরের সিংগারদিঘীর উৎস বাংলাদেশ স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ছে বিজ্ঞান শিক্ষার আসর। প্রত্যন্ত অঞ্চলে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটিয়ে এর প্রতিবন্ধকতা দূর করার লক্ষে গতকাল সোমবার এর আয়োজন করা হয়েছিল। বিজ্ঞান শিক্ষক সমিতি ও উৎস বাংলাদেশের আয়োজনে এতে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।

সংগঠনের সভাপতি মো.নূরুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে বিজ্ঞানের অজানা নানা জগৎ সম্পর্কে শিক্ষার্থীদেরকে অবহিত করেন অধ্যাপক ড. ফাজলী এলাহী, অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন, ড. আবদুল মজিদ মিয়া প্রমুখ। মনিরুজ্জামান মাস্টারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উৎস বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহবুবা মাহমুদ।

(আরএইচ/এএস/জুন ০৭, ২০১৬)