নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তানসেন বলেছেন, ছেলেদের চেয়ে লেখাপড়ায় মেয়েরা অগ্রগামী। নারীদের ক্ষমতায়নে শেখ হাসিনার সরকার সচেষ্ট।

মেধা মনোবিকাশ ও শারিরিক সংস্কৃতি গড়তে খেলাধুলার প্রয়োজন। ২০২১ভিশনের মধ্যেই দেশের প্রত্যেক উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম গড়বে সরকার। একটি জাতিকে সুশিক্ষিত করতে ও ভালো নাগরিক হতে হলে সুশিক্ষার পাশাপাশি ভালো খেলোয়াড় হতে হবে। বর্তমান সরকার সুশিক্ষার পাশাপাশি খেলাধুলায় ব্যাপক গুরুত্ব দিয়েছেন। শিক্ষা ছাড়া কোনো জাতি বা দেশের উন্নয়ন সম্ভব নয়। খেলাধুলার মাধ্যমে দেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে।

সোমবার বিকালে বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টে ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। খেলায় ৪টি দল অংশ নেয়। বঙ্গমাতা (মেয়ে) ফাইনালে মাটিহাস সপ্রাবিকে ০-১ গোলে হারিয়ে হাটকড়ই সপ্রাবি বিজয়ী হয়েছে। বঙ্গবন্ধু (ছেলে) মাটিহাস সপ্রাবিকে ট্রাইবেকারে ৫-৭ গোলে বালিয়াগাড়ী সপ্রাবি বিজয়ী হয়।

বিজয়ীদের হাতে গোল্ডকাপ পুরস্কার তুলে দেন রেজাউল করিম তানসেন এমপি। পৌর শহরের পাইলট হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, থানার এএসআই আতাউর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, উপস্থাপনা করেন সহকারি শিক্ষা অফিসার রঞ্জন কুমার। এসময় উপজেলা স্কাউটস সম্পাদক এফএমএ সোবহান, উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: ইকবাল মাহমুদ লিটন, সহকারি শিক্ষা অফিসার সিরাজুন্নেসা, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক প্রতিনিধি নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান, জাসদ নেতা শহীদ হোসেন, নান্টু মন্ডল, বখতিয়ার হোসেন, শিক্ষক নেতা সাইদুল ইসলাম, আমজাদ আলী, হাবিল উদ্দিন প্রমুখ।

(এমএনআই/এএস/জুন ০৭, ২০১৬)