চট্টগ্রাম প্রতিনিধি : নগরী থেকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াছির আরাফাত ইমন (২০) হত্যা মামলার আসামি ফয়সালকে (২৭) গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে নগরীর ধামাপুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও জানান, নগরীর দেওয়ানবাজার এলাকায় ছিনতাই কাজে বাধা দেওয়ার জের ধরে ৪ মে রাতে গুলি করা হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষের ছাত্র ইমনকে। পরে ৭ মে তিনি মারা যান। এ মামলার আসামি ফয়সাল। ফয়সালের বিরুদ্ধে আরও ৪টি মামলা আছে। বিভিন্ন মামলায় জেল খেটে দুই মাস আগে জামিনে বের হয়ে আবারও হত্যাকাণ্ডে জড়ায় সে।

ওসি জানান, জিজ্ঞাসাবাদে ফয়সাল তার সহযোগী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রুপের বিষয়ে অনেক তথ্য দিয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাইবে পুলিশ।

উল্লেখ্য, ৪ মে নগরীর দেওয়ানবাজার এলাকায় ছিনতাই চেষ্টায় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াছির আরাফাত ইমন। গুলিবিদ্ধ ইমনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৬ মে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ মে তার মৃত্যু হয়।

(ওএস/এইচআর/জুন ০৭, ২০১৪)