ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে সাঈদ আনোয়ার নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে থানার অফিসার ইচার্জ (ওসি) হুমায়ুন কবিরসহ ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ৮ মামলার আসামি সাঈদ আনোয়ারকে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করতে উপজেলার সোনাপুর গ্রামে যায়।

এসময় তাকে গ্রেফতার করলে তার মা, বোনসহ বাড়ির লোকজন পুলিশের ওপর হামলা চালায়। হামলায় সোনাগাজী মডেল থানার ওসিসহ ১০/১২ জন পুলিশ সদস্য আহত হন। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে তার সমর্থকরা সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনাগাজী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ১২ পুলিশ সদস্য আহত হওয়ার তথ্য নিশ্চিত করে জানায়, গ্রেফতারকৃত সাইদের বিরুদ্ধে অস্ত্র,চাঁদাবাজি, বোমা হামলা ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। সে ফেনী-৩ আসদের সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর বাড়িতেও বোমা হামলা করেছে। পুলিশ তাকে গ্রেফতার করলে তার সহযোগীরা পুলিশের উপরও হামলা চালায়। এতে ১২ পুলিশ সদস্য আহত হন।

(ওএস/এএস/জুন ০৮, ২০১৬)