শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : শ্রীপুরের জৈনাবাজার সিদ্দীক প্লাজার সামনে অল্প বৃষ্টিতেই  জলাবদ্ধতা সৃষ্টি হয়। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ভারি বৃষ্টিতে পানি জমে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। গত এক বছর যাবৎ বৃষ্টি হলেই এখানে এই সমস্যার সৃষ্টি হয়। বছরের বেশীর ভাগ সময়ই থাকে খানাখন্দে ভরা।

এই অল্প রাস্তাটুকুর জন্য জনগনের দুর্ভোগ, লাঘবে স্থায়ি সমাধানে কার্যকর পদক্ষেপ নিচ্ছেনা বলে অভিযোগ জনগনের। স্থানীয় ব্যবসায়ী ইয়াসিন জানান, সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর ভারি বৃষ্টি হলে রাস্তার পানি দোকানে উঠে। জৈনা বাজারের এই রাস্তা দিয়েই প্রতিদিন শত শত ছাত্রছাত্রী আব্দুল আওয়াল ডিগ্রী কলেজে যান। কলেজের প্রথম বর্ষের ছাত্র আল আমিন বলেন, আমরা বহুবার স্থানীয় মেম্বার, চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি কিন্তু কোন লাফ হয়নি ।

(আরএইচ/এএস/জুন ০৮, ২০১৬)