স্টাফ রিপোর্টার : ২০১৪-১৫ অর্থবছরের বাজেট নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যারা সামরিক বাহিনীর উর্দি পরে বাজেট পেশ করেছেন, তাদের মুখে বাজেট সমালোচনা মানায় না। তাদের সে অধিকারও নেই। প্রস্তবাবিত বাজেটকে জনবান্ধব বলেও দাবি করেন তিনি।

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রমুখ। পরে জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে জাতির জনকের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, ১৯৬৬ সালের ৭ জুন এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পূর্ববাংলার জনগণের পক্ষে পরবর্তী সময়ে ৬ দফা উত্থাপন করেন। যাকে বাঙালির মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করা হয়।

(ওএস/এইচআর/জুন ০৭, ২০১৪)